১০ হাজার অভিবাসী কর্মীর পাশে সানি লিওনি

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত। সিনেমা ও টিভি শোর শুটিং স্থগিত রয়েছে। দ্বিতীয় দফায় মহারাষ্ট্র সরকার লকডাউন ঘোষণা করেছে। এ অবস্থায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন বলিউডের অনেক তারকা। এবার অভিবাসী শ্রমিকদের সাহায্যার্থে এগিয়ে এলেন সানি লিওনি।
বলিউডভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, করোনা মহামারির কারণে ভারতে অভিবাসী কর্মীদের আয় কমে গেছে, তাঁরা খাদ্যসংকটে ভুগছেন এবং তাঁদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে উদয় ফাউন্ডেশনের মাধ্যমে পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) ও সানি লিওনি যৌথভাবে দিল্লির ১০ হাজার অভিবাসী কর্মীকে খাদ্যসহায়তা (নিরামিষ খাবার) দিচ্ছেন।
কিছুদিন আগে পাঁচ হাজার করোনাযোদ্ধাকে খাদ্যসহায়তা দেন সুপারস্টার সালমান খান। নিজের স্বেচ্ছাসেবী সংস্থা কেভিএন ফাউন্ডেশনের মাধ্যমে মুম্বাই ও বেঙ্গালুরুতে বিনামূল্যে অক্সিজেন কনসেনট্রেটর সহায়তা কার্যক্রম শুরু করেন বলিউড তারকা সুনীল শেঠি।
এ ছাড়া বরুণ ধাওয়ান, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, টুইঙ্কেল খান্না, আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, অজয় দেবগন, সোনু সুদসহ বলিউডের অনেক তারকাই ভারতের এই করোনা-সংকটকালে সাহায্যের হাত বাড়িয়েছেন।
সূত্র: এনটিভি বিডি
#SunnyLeone Joins Hands With #PETA To Feed 10,000 Migrant Workers in #Delhi@SunnyLeone @PetaIndiahttps://t.co/EkqegHIWeE
— LatestLY (@latestly) May 6, 2021