চিল এন্ড কুল পরীমনি

ছবি: ফেইসবুক
এই গরমে কুল থাকতে কে না চায়। আর চিল থাকতে সবসময় সবাই চায়। তেমনটা পরীমনিও। নিজের ফেইসবুক পেইজে ছবি আপলোড দিয়ে ক্যাপশন দিয়েছেন ‘কুল’ আর ফিলিং দিয়েছেন চিল।
ছবিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের ঠাণ্ডা পানি উপভোগ করছে পরী। ছবিতে বেশ খোলামেলা ছিলেন তিনি।
ছবি আপলোড হওয়ার সাথে সাথেই হুমড়ি খেয়ে পড়েন তার ভক্তরা। নানা মন্তব্যে ঝড় তুলেন তারা। কেউ প্রশংসায় ভাসাচ্ছেন কেউ করছেন সমালোচনা। তবে একদল মন্তব্যকারী এই সুন্দর ছবির ফটোগ্রাফারকেই খুঁজছিলেন একাধিক মন্তব্যে।
তবে কোনও মন্তব্যের জবাব দিতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।